ছড়া : মামু তুমি রমরমা মামু তুমি হিট
প্রদ্বিতীয় ছড়াকার : কামাল খাঁ
আমি মামু ভিজি রোজ রোদ-জ্বলা ঘামে,
তুমি মামু থাকো শুধু বসে চামে চামে।
চরিদিকে চোখ রাখো দ্যাখো ডানে বামে,
আমি খাই নুনভাত তুমি দুধে-আমে।
তুমি খুব লাকি মামু এই ধরাধামে,
আমার তো ভাগ্যটা নিচে খালি নামে!
এইদল সেইদল তোমাকেই টানে,
তুমি জানো মামু ঠিক মধু কোনখানে!
আজকাল রেগে গিয়ে ইংরেজি বলো,
হাই -হ্যালো বলে দেখি তাল রেখে চলো।
মামু তুমি জিনিয়াস তুমি মামু মাল,
টসটসে বানিয়েছ কিসমিস গাল!
ছোটলোক আমি; ভাবো! তুমি ফেভারিট,
কেনাকাটা চলাফেরা সবকিছু হিট।
তুমি মামু রমরমা সবখানে ফিট,
আবডালে তবু কেন লোকে ডাকে ‘চিট’?
Advertisement