মায়ের কাছে যাব- পলি শাহীনার কবিতা

0
327
Poly Shahina

মায়ের কাছে যাব।
পলি শাহীনা।

এ যান্ত্রিক শহর ছেড়ে, এ লোহার খাঁচা ভেঙে
একদিন আমি মায়ের কাছে চলে যাব।
কাদামাটি,কুয়াশাবৃত মেঠোপথ, কলমীলতা,
জবা, কচুরিপানা ও দূর্বাঘাসের সে ছোট্ট গ্রামে,
যে সোনাঝরা ছবির মতো গ্রামে আমার মা থাকে।

যেখানে আটটা,পাঁচটা কাজ করতে হবে না,
ঘড়ির কাঁটার সাথে দৌড়াতে হবে না,
রক্তচক্ষুর কোন বস, ভয় থাকবে না,
যান্ত্রিক ব্যস্ততা অসুস্থ করে দিবে না,
যেখানে ‘ভালো আছি’ হাসিমুখে এ মিথ্যে বলতে হবে না,
অনিচ্ছায় প্রিয় আবেগ ভুলে ভদ্র সাজতে হবে না,
অমূলক সামাজিকতার মুখোশ পরতে হবে না,
কোন অদ্ভুত সভ্যতা স্পর্শ করবে না,
কেউ বিনা দোষে অকারণ শাঁসাবে না,
যেখানে কেউ আমায় ভিনদেশী বলবে না।

তেপান্তরের সে ছোট্ট ঘুম ঘুম গ্রামে,
যে গ্রামের বাতাসে প্রাণ দোয়েলের মত নাচে,
যে মাটির বুকে জোসনার নরম আলো ঝরে,
যে গ্রামের আলো-বাতাস, আকাশ -মাটি,
মায়ের শাড়ীর আঁচলের মত উষ্ণতায়,
মমতার চাদরে বুকে আগলে রাখে।
যেখানে আমার মা শুয়ে আছেন,
আমার অপেক্ষায় দু’হাত বাড়িয়ে,
পরম আদরে বুকে জড়াবেন বলে।
একদিন সেখানে মায়ের কাছে চলে যাব,
সব ছেড়ে, যত দীর্ঘশ্বাস, নিঃসঙ্গতা ফেলে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় সাড়ে ৪শ’ কর্মজীবী ল্যাকটেটিং মা পেলেন স্বাস্থ্যসেবা
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে শাহনেওয়াজ মোল্লাকে আওয়ামী লীগের একক মেয়র প্রার্থী ঘোষণা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে