মা -কবি কাঞ্চনা চক্রবর্তী‘এর কবিতা

0
382
Kanchana Chakraborty

মা

কবি কাঞ্চনা চক্রবর্তী

জগৎ জুড়ে মায়ের মত
আপন কেউ আর নাই ,
মায়ের বুকে সকল শান্তি
খুঁজে সবাই পাই।
জঠর জ্বালায় কাতর হয়েও
হাসি রাখেন মুখে ,
সেই মাকে ভুলি আমরা
যখন থাকি সুখে।
মাই হল জগৎ সংসার
সকল সুখের মূল ,
মায়ের মূল্য দিব সবাই
ভাঙবে যেদিন ভুল।
মায়ের বুকের কষ্ট লাগে
বৃন্দাবনের গাঁয়ে ,
পাবে না কেউ কোন শান্তি
মাকে কষ্ট দিয়ে।
মা যে আমার স্বর্গ সুখ
আর সকল তীর্থস্থান ,
জীবন দিয়ে রাখব সবাই
মায়েরই সম্মান।

Advertisement
উৎসKanchana Chakraborty
পূর্ববর্তী নিবন্ধনাটোরে করোনা থেকে মুক্তির প্রার্থনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত
পরবর্তী নিবন্ধনাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান করোনা আক্রান্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে