মা
কবি কাঞ্চনা চক্রবর্তী
জগৎ জুড়ে মায়ের মত
আপন কেউ আর নাই ,
মায়ের বুকে সকল শান্তি
খুঁজে সবাই পাই।
জঠর জ্বালায় কাতর হয়েও
হাসি রাখেন মুখে ,
সেই মাকে ভুলি আমরা
যখন থাকি সুখে।
মাই হল জগৎ সংসার
সকল সুখের মূল ,
মায়ের মূল্য দিব সবাই
ভাঙবে যেদিন ভুল।
মায়ের বুকের কষ্ট লাগে
বৃন্দাবনের গাঁয়ে ,
পাবে না কেউ কোন শান্তি
মাকে কষ্ট দিয়ে।
মা যে আমার স্বর্গ সুখ
আর সকল তীর্থস্থান ,
জীবন দিয়ে রাখব সবাই
মায়েরই সম্মান।
Advertisement