মা -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
663
Shaheena Ronju

মা

কবি শাহিনা খাতুন

আমি এখন চাঁদ দেখবো
ইট পাথর আর ধুলোর শহরেই
চাঁদের আলোয় মহাজনের হাতে হাত পাতবো
কি অপূর্ব আলো!
আলোর ভেলায় ভেসে ভেসে
চলে যাবো তোমার দেশে।
যদি বাঁশী বাজাও
যদি সুর তোল
যদি মিলন মেলায় নিয়ে যাও
যদি বিরহ মেলায় নিয়ে যাও
যদি বলো মায়ের খেলায় মেতেছে বিশ্ব
এই যে সেই মা
আমি দেখবো চাঁদ কই!
ওযে আমার মা
ওরে ওযে সবার মা।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার,শাস্তির দাবি
পরবর্তী নিবন্ধভালো থেকো – ছড়াকার কামাল খাঁ‘এর ছড়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে