মৃন্ময়ীর ডায়েরি
পুনম বড়ুয়া নিশান‘এর কবিতা
চোখের কোণে জমেছে অভিমান,
এই অভিমানে বড়ই অভিমানী তুমি।
অল্পতেই তোমার রেগে যাওয়ার অভ্যাসটা,
হয়তো এখনো আছে সেই আগের মত।
আবেশ ভরা কোমলপ্রাণ,
করেছিলাম ভরা দিনে সূর্যস্নান।
মেঠোপথের বাঁকে অজনায় উড়াল দেওয়া,
ঝুমঝুম বৃষ্টির দিনে বৃষ্টি বিলাস করা,
শরৎ এর মোহভরা ঘ্রাণে হারিয়ে যাওয়া,
এতো তোমার নিত্যদিনের স্বভাব।
কবির কাব্যর ন্যায় পরশ পাথর এর মত এসেছিলে,
কোনদিন ভাবিনি সেই কাব্যও শেষ হবে,
কখনো ভাবিনি সেই কাব্যর শেষ চরণ লিখবে তুমি,
কখনো ভাবিনি কবির অন্তহীন কাব্য হয়েও অন্ত হবে তোমার।
Advertisement