মোম•জল•রং মশাল মিছিল
কবি সোমা ঘোষ, কলকাতা
জলের মাঝে পুড়তে থাকা
মোম•জল•রং মশাল মিছিল…
মাথার ওপর নৈঋত জেগে আলো।
নিকোনো উঠোন কাঠ পিঁড়ি —
ঘুমন্ত দরজায় কড়া নাড়ার শব্দ জাগে
কড়া নাড়ার শব্দ…
সুগন্ধি প্রসাধনী আয়না কাঁটা,
ধনেখালি মাছরাঙা ডুরে শাড়ি পাড় আর লম্বা বেণী…
সবটা ব্যক্তিগত তবু নিজস্বী নেই কোনো।
জলের মাঝে আবার ও পুড়তে থাকা —
মোম •জল •আর রং মশালের মিছিল
ভেজা আকাশ রাশি রাশি নক্ষত্র
অনেক উঁচু আলো দেখানো পথ,
বৃষ্টি ভেজা শাপলা ফুল জাপটে ধরা রাত
এ কেবল…
জলের ঘুম ভাঙ্গানোর ছল… শুধু ই ছল..
Advertisement