মো: বেলাল হেসেন এর দুইটি কবিতা

0
508
মো. বেলাল হোসেন

মায়ের হাঁস গুলো
মো: বেলাল হেসেন

মায়ের হাঁস গুলো আজ আর নেই।
ঢেকে পরেছে তারা হাজার বছরের কোন অন্ধকারে।
খেজুর গাছ ঘেরা জলাশয়ের ভিতর সাঁতরে ছিল এক দিন।
সন্ধায় চাউলের গুড়া আর ভাত মাখিয়ে মা প্রতিক্ষায় থাকতেন প্রতিদিন।
সন্তানদের মতই স্নেহ করতেন তিনি।
বাবা উপহাসে বলতেন, দিই না আর কটা হাস কিনে।
মায়ের হাস গুলো এখন মরিচিকার মত।
তবুও তিনি স্বপ্নে বলে উঠেন আয়,আয় চই,চই।
কিন্তু কিছুতেই সারা দেয় না, সে হাঁস গুলো।
হাজার বছরের পুরাতন সে হাঁস গুলো।

অমরত্ব- মো: বেলাল হেসেন

প্রাসাদ, জমি -জমা,প্রিয় গাড়ি,সম্পদের পাহাড় সবই,
এই নশ্বর পৃথিবীর ধূলিকণা মাএ।
যে পয়সা কামানোর জন্য, যৌবনের অমূল্য সময় করেছো নষ্ট,মহাপ্রস্থানের সময় সবই অকেজো।
অনেক সাধনে যদি এ মানব জনম, তবে কেন অবহেলায়, অবেলায় কাল কেটে য়ায়।
পোকামাকড়ের খাদ্য- খাবার তোমার এ মানব দেহ।
আয় ছুটে আয় ভাবের দেশে, নিজেকে দেখনা নিজের মনের আয়নায়,
মানুষকে বাসলে ভালো পাবি তুই অমরত্বের অমিয়সুধা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় জলাবদ্ধতায় দেড় হাজার বিঘা জমি অনাবাদি
পরবর্তী নিবন্ধসংবাদ প্রকাশের পর বাগাতিপাড়া হাসপাতাল পেলো নতুন তিন চিকিৎসক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে