মো. বেলাল হোসেন‘এর দুটি কবিতা

0
389
মো. বেলাল হোসেন

নীল স্বপ্ন

নিষ্ঠুর এক কিশোরী তুমি।
অল্প বয়সেই আয়ত্ব করেছিলে।
প্রেমের ফাঁদে ফেলার কৌশল।
হৃদয়ের অভিনয় ঢাকতে চেয়েছিেল,
মুখের হাসিতে।
আর তাতেই মুগ্ধ হয়েছিলাম।
দেখ কি বোকাটাই না আমি।
তোমাকে পাবার আশায়।,
ব্যকুল থাকতাম।
খুব সহজেই তুমি নিঃশেষ করলে,
এক পবিত্র হৃদয়ের নির্ভেজাল স্বপ্ন।
রাম গাধার মত তোমার পদসরন করেছি।
আড়ালে তুমি বিজয়ের হাসি হেসেছো।
যখন স্পষ্ট তোমার নিষ্ঠুরতার অভিনয়।
তখন স্বপ্নরা পিছু হটে।
আমার স্বপ্ন গুলো এখন একাকী
নীল স্বপ্ন।

ক্ষুদ্র প্রয়াস

দিদা-
চির বিদায় তোমার কোন এক,
কুয়াশার চাদর জড়ানো পৌষে।
তোমার বিদায় বেলায় –
অশ্রুর ফুয়ারা ঝরেছিল আমার।
তারপর সব, কিসে যেন –
চন্দ্র, সূর্যের মতই স্বাভাবিক।
নিশিদিন, স্বপ্নের মাঝে,
দেখা পাই তোমার।
আগের মতই ভাত মাখিয়ে,
আমার প্রতিক্ষায় রয়েছো।
আমিও পাচ্ছি সেই
অমৃতের স্বাদ তোমার মাখানো ভাতে।
আজ তুমি নেই, শুধু পরে রয়েছে।
পাহাড়ের মত স্মৃতির স্তুপ।
তোমার শূন্যতায় বড় একাকী লাগে নিজেকে।
স্বপ্নে সেদিন মলিন বদনে ছিলে।
হয়তো অনাহারি বহু দিন মাস।
তাই তো আজ মিলাদ মাহফিল এবং
নিতান্ত অনাহারিকে আহার দিয়েছি।
তোমার আত্মার শান্তি কামনায়-
এই ক্ষুদ্র প্রয়াস।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধহাজরা নাটোর এলাকা থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধনাটোরে মসজিদের ইমামের প্রথম স্ত্রীর অজান্তে গোপনে বিয়ে করে দ্বিতীয় সংসার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে