রজনী
কবি আজাদুর রহমান
কবে গন্ধম ফুটবে সেই আশায়
বসে আছি,
একটা ভুলের জন্য
বসে আছি।
পুর্ণ হব বলে
শূন্য হয়ে আছি
খানিক গুনাহগার
হয়ে আছি।
আমার কোন নাম নাই,
আজাদুর রহমান বলে ডাক দিলে
হাজারে হাজারে জবাব আসে!
আমি তো এত আজাদুর রহমান
চাই নি!
তোমাকে তুই করে বলতে
আমার ভাল লাগে না,
আমি পিতাকে তুই বলিনি
বলিনি গর্ভধারিণীকেও
তুমি। তুমি করে বলি।
সময় মত আপনি।
রুহু ধরে ডাকছি,
পিতার ঔরস ধরে ডাকছি।
তোমাকে ধরে ডাকছি।
মাওলা, তুমি কেমন আছো!
তোমাকে তুই করে ডাকতে
আমার ভাল লাগে না।
চারপাশে পুত পবিত্র রজনী
একটা ভুলের জন্য বসে আছি।
spirituality, my own passion, ‘মাওলা, তুমি কেমন আছ’ এই উক্তিটির ধারনা দিয়েছিলেন, umme salma lina, তাঁকে ধন্যবাদ (অনুপ্রেরণা Umme Salma Lina, Shaheena Ronju)
Advertisement