রুবাইয়াত- ই গোলাম -কবি গোলাম কবির‘এর বারোটি অনুকাব্য

0
317
Golam Kabir

অনুকাব্য : রুবাইয়াত- ই গোলাম

কবি : গোলাম কবির

হৃদয়ে আমার তোমার বসত বারোমাস,
তবুও কেনো হয়না দেখা সকাল কিংবা সাঁঝ!
লুকিয়ে থাকো, দাও না ধরা তুমি,
তবুও আমি ভালবাসি তোমায় চিরকাল!

কে আগে কার প্রেমে পড়েছিলো?
মানুষ না খোদা? বলো তো ভাই সবে!
ভালবেসে বানালো খোদা তোমায় আমায়,
তাই তো ধন্য সবাই মানুষ হলাম বলে।

প্রেমে পড়ে যে জন হলো দিওয়ানা
সেই বোঝে শুধু তার কতো জ্বালা,
দিবানিশি স্মরণে কেটে যায় বেলা,
আহার, নিদ্রা ও তৃষ্ণার নেই পরোয়া!

এ গোলামের হলো জানা
প্রেমই সত্য, প্রেমই সুন্দর।
প্রেমিক হৃদয় শুধু জানে
স্মরণেই বেঁচে থাকা, বিস্মরণে মরা।

প্রেমে পড়ে দিলাম লিখে দাসখত,
তুমি ছাড়া যা খুশি নিয়ে যাও আমার,
জান্নাত কিংবা জাহান্নাম নয়
এ গোলামেরে শুধু তোমার করে নাও।

এই গোলামের ভাঙা হৃদয়ের ঘরে
তোমার বসত জানি বারো মাস!
তবুও আমি থাকলে তুমি যাও চলে,
শূন্য আমি’র মাঝে তোমার আবাস!

হৃদয় না ভাঙলে কী আর
বোঝা যেতো বিরহের দাম কতো!
হৃদয় ভাঙা গোলামের কাছে
তাই বিরহটাই চিরসত্য, সুন্দর এবং মধুর!

তুুমি ছাড়া বৃথাই এ জীবন,
মিছে এ সংসারের মায়া,
হবে রঙিন জীবন মরণ
পেলে তোমার ছায়া।

আগে যদি পড়তাম তোমার প্রেমে,
তবে কী আর থাকতাম পড়ে
মিছে সংসারের উঠোনে,
পড়তাম না ফাঁদে কখনো রিপুর সময় অসময়ে!

১০

কাঁদো হৃদয়, কাঁদো শুধু তার জন্য,
যে তোমাকে দেখে সকল সময়,
অথচ সে থাকে হৃদ গহীনে,
বলো তারে, ভালবাসি হৃদয় দিয়ে।

১১

প্রেমিক যারা তারা প্রেমেই বাঁচে,
কখনো ঘুমিয়ে স্বপ্ন দেখে না,
কারণ তারা তো ঘুমায় না
আরাধ্যকে হারাবার ভয়ে।

১২

প্রেম এবং প্রেমের জন্যই
পৃথিবী সৃষ্টি করে লুকিয়ে থাকো প্রেমিকের হৃদয়ে,
মৃত মানুষ প্রেমে পড়তে পারে না,
তাই প্রেমহীন মানুষ মানেই মৃত মানুষ।

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আলী রনজু‘এর একগুচ্ছ ছড়া
পরবর্তী নিবন্ধনাটোর জেলা এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত-কামরুজ্জামান সভাপতি,সাধারণ সম্পাদক মোস্তাক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে