লালপুরে এলাকাবাসীর আন্দোলনের পর অবশেষে খনন শুরু হচ্ছে চন্দনা নদী

0
378

স্টাফ রিপোর্টার নাটোরকন্ঠ : এলাকাবাসীর আন্দোলনের পর অবশেষে খনন শুরু হচ্ছে নাটোরের লালপুর উপজেলার চন্দনা নদী।৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নদীর ১২ কিলোমিটার অংশ খনন করছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ।

দুপুরে লালপুর উপজেলার নদী তীরবর্তী আড়বাব স্কুল মাঠ এলাকা থেকে নদী খনন কাজের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।এসময় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চন্দনা নদী রক্ষা ও সংস্কারের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন সময় নানা ধরনের আন্দোলন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।তবে উপরিভাগের পানির ব্যবহার বৃদ্ধির লক্ষে নদীটি খনন করা হচ্ছে বলে জানায় বরেন্দ্র কর্তৃপক্ষ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে যাত্রীবাহী কোচ ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে মাস্ক পড়ার অভ্যাস তৈরী করতে পুলিশের প্রচারাভিযান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে