লালপুরে জেলেদের মাঝে চাউল বিতরণ
নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) সংবাদদাতাঃ
ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে বিরত থাকা নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ১৯৯ জন জেলের মাঝে মাথা পিছু ২০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
আজ রোববার (১৮অক্টোবর) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২নং ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় এর সভাপতিত্বে ইউনিয়ন হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ন সাধারণ সম্পাদক আ স ম মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, গোলাম কাউসার, সাংগাঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, জেলা তাঁতীলীগের সাংগাঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপন, উপজেলা মৎস্য অফিসার আবু সামা, ট্যাগ অফিসার সাদ আহমেদ শিবলী, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন আহমেদ, নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আবু সাঈদ টুটুল প্রমূখ।