লালপুরে বিনা তিল-১ চাষ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত

0
96

শিমুল আলী : নাটোরের লালপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনা তিল-১ এর প্রচার এবং সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর আয়োজনে লালপুরের অর্জুনপুর গ্রামে বিনা ঈশ্বরদী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খান জাহান আলীর সভাপতিত্বে মাঠ দিবসে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন-

বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিএসও (আরসি) ড. মোঃ সিদ্দিকুর রহমান, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জামাল উদ্দীন, অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তিল আবাদ বেশ লাভজনক, চাষে সেচের প্রয়োজন হয় না, বাজারমূল্য ভালো, তাই উন্নত জাত হিসেবে বিনা তিল-১ চাষ করে ভোজ্যতেলের চাহিদা পূরণে আমরা যথেষ্ট ভূমিকা রাখতে পারি, মাঠদিবসে প্রায় ৪০ জন কৃষক অংশগ্রহণ করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে কৃষকদের সাথে ডিসি’র মতবিনিময়
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে