লেখক নাজনীন নাহার’এর একগুচ্ছ অনুকাব্য

0
751
Naznin Nahar

প্রতীক্ষা

অপেক্ষার অপর নামই নিয়ত জীবন।
কেউ সুখের অপেক্ষা করে,
কেউ অযথাই ছেলেবেলার।
কেউবা করে অসীম কোন,
দুঃখ ভোলার অপেক্ষা।
কোন দূর পরবাসে প্রিয়জন,
অপেক্ষায় থাকে প্রিয় তরে।
মুলতঃ
জীবনের সব পরীক্ষা পাশের অপেক্ষায়ই,
করি জবুথবু জীবন পার।

উদ্দেশ্য

তোমার উন্মনা মনের খোয়াবে,
খেলা করে যে সত্যর ধুমকেতু।
তার ছায়াপথে হাঁটতে হাঁটতে,
জানি তুমি নির্বিঘ্নে পাড় করে দাও,
শতাব্দীর পর শতাব্দীর দুঃস্বপ্ন।
আর বিস্তৃর্ণ সময়ের উত্থান পতন থেকে
তুলে নাও,
সত্যাতিসত্য এক কষ্টি পাথরের ভাষ্কার্য।
যার নিমগ্ন স্পর্শে বিশুদ্ধ করে নাও,
তোমার পবিত্র আত্মার সম্মোহন।
তুমি এভাবেই বেঁচে থাকো,
তুমি এভাবেই নির্মাণ করো,
তোমার পরিপূর্ণ তুমিকে।
আমি এই তুমি কে-ই ভালোবাসি।

নিত্য তুমি

তুমি এমন কেনো কবি!
ভাসাও ডোবাও নিত্য হাসাও
কাঁদাও নিরবধি।
তুমি না বলা সেই গল্পকথা
না বলা সেই গান।
তুমি আকাশ নীলে মেঘ ফুলের ওই
মিষ্টি বসবাস।

আক্ষেপ

আমার তো কেবল একটাই তুমি ছিলে।
তবুও আমায় একলাই করে দিলে!

অনুনয়

তুমি সত্য সুন্দর বিশুদ্ধ ভালোবাসা দাও।
সে ধরে রাখতে না পারলেও
তোমার তরেই কাঁদবে আজীবন।

এই আমায়

আমায় ভুলে থেকে থেকে ক্লান্ত হলে।
একবার মনে করো।
তোমার হৃদপিণ্ডের কার্নিশেই পাবে আমায়।

অনুভব

আকাশ যখন এলোমেলো সুন্দর,
মেঘ রোদ্দুরের খেলা।
তিয়াসী প্রাণ বিরহে ভাসে,
ওই শুভ্র মেঘের মেলা।
জোছনা কুড়ায় দুপুর রোদে,
ভেজা ভেজা মেঘের গায়।
মন মাঝি মন বৈঠা নিয়ে,
উজানে নৌকা বায়।
এক বিন্দু জলের নেশায়
তৃষ্ণা কাতর মন,
এক পশলা বৃষ্টি জলে
ধুয়ে গেল যে বন।
উদাস আঁখি পল্লবে আজ
কোন সে আলাপন,
একলা হয়ে বিরাণ বনে
খোঁজে প্রিয়জন।

Advertisement
উৎসNaznin Nahar
পূর্ববর্তী নিবন্ধনেবে? -লেখক নাজনীন নাহার’এর কবিতা
পরবর্তী নিবন্ধহে কোভিড-১৯ তোমাকে বিদায় জানাতে… -আরিফুর রহমান কনক‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে