লোকগাঁথা সঙ্গীত -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা

0
299
Nasima Akter Mukta Mukta

লোকগাঁথা সঙ্গীত

কবি নাসিমা হক মুক্তা

সময়ের ভারী বোঝায়
নুয়ে পড়েছে লতাপাতা
অগ্নিগিরির জ্বালামুখে শৃঙ্খলিত ফেরেস্তারা
আকাশের বক্ষস্থলের গুহায়
সূর্যালোক খেয়ে পেঁচিয়ে উঠে যে ঘাসে
সেই ফল, পল্লবগুচ্ছ ও গাছের কুঞ্জ
সবার অলক্ষ্যে নিনাদিত সুরে
বিলাপ করছে আজ- শোকগাঁথা সঙ্গীতে।

বৈরী এক নেত্রযুগলের ক্ষুধায়
তৃষ্ণার্ত ফুলগুলো মজে মজে নুয়েছে
এসব দেখে মন ভারী হয়ে বলে ওঠে
কান্না পায়, ছুঁতে ইচ্ছে করে এবং বলি
ওদেরকে স্বপ্নের বিভোরে
গীতল ধারায় গাইতে দাও।

বিবশ দুপুর, বিকেলের আঙুরলতার উঠোন,
সন্ধ্যার কোমল তাল
আর কবিতা ছন্দের মতন মালা বদলের রাত
সংকুচিত হয়ে পৃথিবীর মাঝায় দুঃখ করে কাঁদে
ওদের কে উদ্ভাসিত হতে দাও
দাম্ভিকতার পর্দা সরিয়ে
ওদেরকে স্বপ্নের সবুজময় পৃথিবীতে
আবার শ্বাস ছাড়াতে সুযোগ দাও
ঐ শ্বাসে বাঁচুক অন্তকালের সমস্ত আশা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআনত নয়নে চেয়ে থেকো না ভূমিতে -কবি সুপ্তি জামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধঝরাপাতা -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে