শিরোপা -রূপম খীসা‘এর ছড়া

0
263
Rupam Khisa

ছড়া : শিরোপা

ছড়াকার : রূপম খীসা

শ্রেষ্ঠ বলে স্রষ্টা যদি
করেন কিছু দান,
বিঘ্ন সকল নাশন করে
হয় যে মহীয়ান।

কর্মে পটু ধর্ম ভীরু
ফলন যথাকাল,
কীর্তি গাথা প্রাপ্য যথা
মুগ্ধ স্বরে গান।

কর্ম সুধায় মিটবে ক্ষুধা
পূণ্যে পুরস্কার,
দীনের ঘরে উঠবে ট্রফি
চুকিয়ে যাবে দাম।

স্রষ্টার বরে সৃষ্টির তরে
কর্মে মহিমা,
মন্ত্র বানে রোধ হবে না
লভ্য শিরোপা।

০৪/১০/২০২০

Advertisement
উৎসRupam Khisa
পূর্ববর্তী নিবন্ধআমি শরৎকাল -সুমন দত্ত‘এর ছড়া
পরবর্তী নিবন্ধএকটি দুরন্ত খোয়াবনামা -কবি গোলাম কবির‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে