শিশির বিন্দু
-আজিজা রুপা
দূর্বাঘাসের শিশির বিন্দু
দুলে দুলে বলে
ষড় ঋতুর দেশে দেখ
শীত এল নেমে
উত্তরীয় ঝিরি ঝিরি
বাতাস যখন বহে
গরম জামা সবাই তখন
জড়িয়ে নেয় গায়ে
সূর্যি মামা উঠার আগে
হাঁটো যদি গাঁয়ের মেঠোপথে
আবছা আলোয় দেখতে পাবে
পাশে থাকা খেজুর গাছে
রসের হাঁড়ি ঝুলে
মিষ্টি রোদে সূর্যি মামা
উঠেন যখন হেসে
পিঠা পুলির মিষ্টি গন্ধ
আসবে ভেসে
কৃষাণীর ঘর থেকে
কুয়াশার ঐ শুভ্র চাদর
ঢাকলো চারিদিকে
ঘাসের উপর শিশির বিন্দু
ঝলমলিয়ে হাসে।
Advertisement