শুভ জন্মদিন, হুদা ভাই – সরকার আমিন

0
368

তাঁর আসন স্টিল দিয়ে বানানো – সরকার আমিন

প্রফেসর মনসুর মুসা তখন বাংলা একাডেমির মহাপরিচালক। আমি জনসংযোগ কর্মকর্তা। আমার কাজে তিনি খুশি কিন্তু একটা বিষয়ে খুবই অসন্তুষ্ট। বললেন, আমিন আপনি জিন্সের সাথে গলাকাটা গেন্জি পরে অফিসে আসেন, এটা ঠিক না। বললাম, স্যার আপনি কি সবার ক্ষেত্রেই অফিসসম্মত পোশাকনীতি মান্য করেন? মহাপরিচালক বিভ্রান্ত হলেন। বললাম, হুদা ভাই যে পোশাক পরে অফিসে আসেন সেটা তো অফিসসম্মত না। তিনি পোশাক বদলালে আমি কালো প্যান্ট ও সাদা সার্ট পরে অফিসে আসবো। মুসা স্যার হেসে দিলেন। ইয়েস, কবি মুহম্মদ নুরুল হুদা বাংলা একাডেমিতে যখন কাজ করতেন তাঁকে আমার অনন্য মনে হতো। তাঁর অনেককিছু প্রেরণা দিয়েছে আমাকে। তাঁর বাঁধভাঙা সৃষ্টিমগ্নতা, সদর্থক কর্ম-উত্তেজনা, তারুণ্যপ্রবণ প্রাণময়তা আমাকে প্ররোচিত করেছে; এখনো করে। এটা সত্য কিছু কিছু বিষয়ে তাঁর জীবনবোধ আমাকে চঞ্চল করে নাই। বরং কখনো ব্যক্তিগত বন্ধুবলয়ে সমালোচনামুখর হয়েছি।
বিশ্বাস করি তিনি অনন্য কবি। অনন্য কথাশিল্পীও । ‘জন্মজাতি’ তাঁর অনন্য কাজ। বাংলা সাহিত্যে তাঁর আসন স্টিল দিয়ে বানানো। সহসা ভেঙে যাবে না। শুভ জন্মদিন, হুদা ভাই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধদেশ গঠনে কন্যাশিশুদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে- এমপি বকুল
পরবর্তী নিবন্ধএমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে বড়াইগ্রামে ছাত্রদলের মশাল মিছিল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে