শেষ মুহুর্তে প্লাজমা চেয়ে ফেসবুক পোস্ট করেছিলেন পুলিশ অফিসার সুমন আলী

0
356
Sumon

নাটোরকন্ঠ: গত ৭ আগোস্ট শেষ মুহুর্তে প্লাজমা প্রয়োজন ছিলো বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ সুমন আলীর। কিন্তু পেয়েছিলেন কি ? আমরা তা জানিনা। তিনি চিকিৎসাধিন অবস্থায় ফেসবুকে প্লাজমা চেয়ে পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন-” আমার নিজের B-ve প্লাজমা লাগবে। কেও কি covid -19 এ আক্রান্ত ছিল কিন্তু এখন সুস্থ
০১৭৭৭০১২৮৩৯
অনেক শেয়ার দিন
“- তার এই চাওয়া শেষ পর্যন্ত পুরন হয়েছিলো কিনা জানা নেই । তার সহকর্মী লিটন সাহাও পোস্ট করেছিলেন- “একটি মানবিক আবেদন।
খুবই জরুরী
নাটোর জেলার বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ সুমন আলী Covid-19 এ আক্রান্ত হয়ে বর্তমানে পুলিশ হাসপাতাল রাজারবাগ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।তার জন্য জরুরী ভিত্তিতে বি নেগেটিভ প্লাজমা দরকার। আপনাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল।
যোগাযোগের ঠিকানা
শাহরিয়ার রাফাত রনি
মোবাইল নাম্বার 01777012 839

তার জরুরী প্লাজমা প্রয়োজন ছিলো। পেয়েছিলেন কি না আমরা তা জানিনা। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“লিটন আমার খুব শ্বাস কষ্ট হচ্ছে আমার কথা বলতে কষ্ট হচ্ছে”-আপনার বলা শেষ কথা
পরবর্তী নিবন্ধনাটোরে পৌর মেয়রের খাদ্য উপহার বিতরণ অব্যাহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে