শ্রাবণের প্রেম
দেবাশীষ সরকার
তুমি শ্রাবণের ভোরে ক্লান্তিহীন বিষন্নতা ভরা আলো-আঁধারির পৃথিবীকে দেখেছো ? দেখোনি! আমি কিন্তু প্রতিদিন বিষন্নতার রূপালী মায়ায় দেখি এক একটি রাত ভোর হয়, কদম ফুল, সদ্য উঠা লাল সূর্য, মধুমঞ্জুরীর লাল আভার সুভ্রতা মেখে তোমার পবিত্র দেহের ভাঁজে ভাঁজে অপবিত্রতার বীজ বুনে যাই।
আমায় ক্ষমা করো হে প্রিয়তমা, তোমার কপোলের নিচে বয়ে যাওয়া সারি সারি লোমেরা আমাকে স্বপ্নের গান শোনায়। জলমগ্ন ভেজা ঠোঁট খোঁজে আমার প্রাণহীন উষ্ণতা।
আর আমার আবেগী কবিতারা অবহেলায় অনাদরে তোমার ঘৃণায় খোঁজে নেয় বিষাদময় জীবনের আমন্ত্রণ।
এভাবেই একদিন সবুজ বেতপাতায় ছাওয়া কুটিরের মায়ায় হারিয়ে যাবো তোমার কঠোর সংগ্রামের অর্থময় পথ থেকে বহুদূরে।
জানি দু’ফোঁটা অশ্রু আর কিছু কান্নার বিনিময়ে জানাবে প্রেম কৃতজ্ঞতা, তারপর.!
Advertisement