ষোলটি শ্বেত-শলা
কবি এম আসলাম লিটন
ষোলটি শ্বেত-শলা, ষোড়শ জনপদের গল্প বলে
ষোলটি স্বপ্ন দেখায়, ষোলটি স্বপ্নের জাল
অবিরাম বুনে চলে মহাকালের মাকড়সা
লালাময় লীলাপ্রেমে ষোলআনা জীবনের
ষোলকলা পূর্ণতা পায়!
যদি ভিজিয়ে দাও হিংসের জলে
স্বপ্নের জাল ছিঁড়ে যায়,
গলে যায় ষোলকলাময় সেই লালা
মাকড়সা ভুলে যায় বুনতে সে শিল্পিক জাল
মগজের ঘুড়িগুলো ষোড়শমন্ত্রবাণে
মেঘেভেজা থ্যাসথেসে হয়; খসে খসে যায়!
ষোলআনা জীবনের ছলাকলা অপূর্ণ রয়!
শিল্পত ষোলটি শলা এখন মৃত; বাক্সবন্দি
ষোল পরত পাক্সের গহীনে এখন সে শব
তবে আর কী! এসো ষোলকলা পূর্ণ করি
শবদেহ বিসর্জন করি এসো প্রেমের অতলে
ভিজে যাক, ভেসে যাক…
ডুবে যাক ছলাকলা খুনসুটি জলে।
Advertisement