সত্যের নুন
আজাদুর রহমান
সব উপপাদ্য পিথাগোরাসের নয়,
‘আমার জীবন’-এই কথাটি
যার যার, তার তার।
ঘুমন্ত জ্যামিতির মনের ভিতর যে স্বপ্ন,
সেটা কেবলই তার একার।
চোখের সামনে এই যে পৃথিবী
যা নিয়ে সকলে হাঁউকাঁউ করছে,
এর বাইরেও তোমার
নিজের একটা পৃথিবী আছে!
সেলফির আড়ালে সত্যের নুন,
দ্যাখো,
হাসি মুখে তবুও সকলে বলছে,
-আমি কলা খাইনি,
বিশ্বাস করুন-
আমি কলা খাই নি।
Advertisement