সবটা বুঝতে পারি
কবি চন্দনা রায় চক্রবর্তী
তোমার মতো করে বলতে পারিনি,
তোমার মতো করে লিখতেও পারিনি….
শুধু সব মেঘ যখন শরীর জুড়ে বৃষ্টি ডাকে
শরীরের প্রত্যেকটি কান তখন শুনতে পায়
সমস্ত চোখ তখন দেখতে পায়।
তখনই খুলে রাখি অভিনয়ের সবুজ সাজ,
উপুড় করে দেই পুরোনো বিষাদ একতারাটা
জল গড়িয়ে নামে…
জল গড়িয়ে নামে ফোঁটায় ফোঁটায়
গড়িয়ে নামে শব্দ, কথা, প্রত্যাশা, ভালোবাসা।
চোখের পর্দা সাফ হয়, মনের কুয়াশা সাফ হয়।
তখনও কিন্তু, বলতে পারিনা…
তখনও কিন্তু লিখতে পারিনা।
শুধু নিজের মতো করে সবটা বুঝে নিতে পারি।।
Advertisement