সাংবাদিকতায় ৫ বছর….. আবু জাফর সিদ্দিকী
পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতায় ৫ বছর কেটে গেল। সময়টা যেন দেখতে দেখতেই চলে গেল। প্রথমের দিকে তেমন ইচ্ছে না থাকলেও পরে অবশ্যই ভালোই লেগেছে। সাংবাদিকতার মাধ্যমে কিছুটা হলেও মানুষের উপকার করা যায়, অসহায়ের পাশে দাঁড়ানো যায়। ভাল লাগাটা আসলে এখানেই। তবে সাংবাদিকতা আমার পেশা না বরং নেশা। আর চ্যালেঞ্জিং রিপোর্ট করতে ভাল লাগে।
২০১৫ সালের প্রথমের দিকে সিংড়া প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিক ভাইয়ের অনুপ্রেরণায় বগুড়ার দৈনিক সাতমাথা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় পদার্পণ। আগষ্ট মাসে পেলাম আইডি কার্ড। খুব আনন্দের মুহূর্ত ছিলো তখন। পরে নাটোর প্রেসক্লাবের অন্যতম সদস্য দৈনিক সংগ্রামের নাটোর সংবাদদাতা রিয়াজুল ইসলাম রিজু ভাইয়ের মাধ্যমে শ্রদ্ধেয় আঃ রহমান কাকার আন্তরিক চেষ্টায় দৈনিক সংগ্রামে লেখা পাঠাই, লেখা ছাপাও হয়। ২০১৬ সালের ২১শে ডিসেম্বর সংগ্রামের কার্ড পাই।
সাংবাদিকতা জীবনে সহযোগিতা পেয়েছি সিংড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ভাইয়ের, সিংড়া প্রেসক্লাবের তৎকালিন সাধারণ সম্পাদক রাজু ভাইয়ের, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা ভাইয়ের, সিংড়া প্রেসক্লাবের তৎকালিন অন্যতম সদস্য রাকিব ভাই, বাদশা ভাই, সুমন ভাইয়ের সহযোগিতা।
নাটোর, বগুড়ার সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে শিক্ষা নিয়ে লিখে চলেছি এখনো। সিংড়ার এক ঝাঁক তরুণ সাংবাদিকদের নেতা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি রানা ভাইয়ের পাশে থেকে সাংবাদিকতা করার চেষ্টা করছি। খোকন ভাই, লতিফ মাহমুদ ভাই, আনোয়ার ভাইদের সহযোগিতাও স্বরণীয়।
সাংবাদিকতার মাধ্যমে চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর, সত্য তুলে ধরার।
সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে বাঁকি জীবন কাটাতে চাই।
আল্লাহ হাফেজ