সাহসী সাংবাদিক ডেনী দ্রংয়ের রোগমুক্তি কামনা করলেন জাতীয় আদিবাসী পরিষদ নেতা

0
772
Danny-Drong

নাটোরকন্ঠ ডেস্কঃ
সাংবাদিক ডেনী দ্রং করোনা ভাইরাস বা কোভিট-১৯ এ আক্রান্ত হয়েছেন। রবিবার তার ব্যক্তিগত প্রোফাইলে নিজের করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন এমন একটা একটা পোষ্ট দেন। তার ফেসবুকে ওয়ালে তিনি লেখেন, “অবশেষে করোনা পজিটিভ। তবে আমি চিন্তিত নই, ভীত নই। আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। এই যুদ্ধক্ষেত্রে করোনাকে পরাজিত করে আবার ফিরে আসবো শিগগিরই।”
জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক জনকেন্ঠর নাটোর প্রতিনিধি কালিদাস রায় করোনা আক্রান্ত ডেনী দ্রংয়ের আরোগ্যমুক্তি কামনা করেন। তিনি আরো জানান, ডেনী দ্রং করোনাকালে অত্যন্ত সাহসীকতার সাথে সকল খবর তুলে ধরার চেষ্টা করেছেন। এখন তিনি করোনায় আক্রান্ত। জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলার পক্ষ থেকে এমন সাহসী যোদ্ধাকে স্যালুট জানাই।
ছাত্রজীবনে তিনি গারো স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন। আদিবাসী গারো সমাজের উজ্জ্বল নক্ষত্র ডেনী দ্রং বর্তমানে ইলেক্ট্রনিক মিডিয়া মাইটিভিতে কর্মরত আছেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঅস্পষ্ট ভালোবাসা -সুরজিত সরকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধরেখা – কবি রাজেশ চন্দ্র দেবনাথ এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে