সিংড়ায় রাস্তার পাগলকে গাড়িতে বাড়ি নিয়ে খাবার খাওয়ালেন উপজেলা চেয়ারম্যান
আবু জাফর সিদ্দিকী, সিংড়া, নাটোর কণ্ঠ:
রাস্তার পাগল দেখলে অামরা কত রকমই না উপহাস করি, মারি, গালি দেই। তাঁদের সাথে অমানবিক অাচরণ করি। কিন্তু পাগলের সাথে অন্যরকম এক ঘটনা ঘটলো নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের।
বৃহস্পতিবার দুপুরে অফিস থেকে বাসায় ফেরার জন্য সরকারি গাড়িতে উঠার সময় হঠাৎ এক পাগল চেয়ারম্যানকে এসে বলল, আমার ক্ষুধা লাগিছে, আমি খামু। চেয়ারম্যান খাওয়ার জন্য তাকে কিছু টাকা দেয়। তখন পাগলটা বলে, আমি টাকা নিমু না, আপনের বাড়িতে গিয়ে গোশত দিয়ে খামু। চেয়ারম্যান সাথে সাথে বলল, তাহলে চল আমার সাথে গাড়িতে উঠ। আমার বাড়িতে গিয়ে গোশত দিয়ে আমার সাথে ভাত খাবি। এ কথা বলার সাথে সাথে পাগলটা খুশি হয়ে হাসতে হাসতে গাড়িতে গিয়ে উঠে বসলো।
ছবিসহ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সবাই চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
সিংড়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল অালম সামী বলেন, চেয়ারম্যান সাহেব একজন সাদাসিধে ও নিরহংকার মানুষ। এজন্য সবাই তাঁর কাছে নির্ভয়ে সমস্যার কথা বলতে পারে। মানবতার জন্য তিনি একজন নিবেদিত প্রাণ।