সিংড়ায় ঝুঁকিপূর্ণ বিলদহর বাজার সেডের ছাদ, দুর্ঘটনার আশঙ্কা

0
283

সিংড়ায় ঝুঁকিপূর্ণ বিলদহর বাজার সেডের ছাদ, দুর্ঘটনার আশঙ্কা

নাটোর কণ্ঠ: নাটোরের সিংড়ার ঐতিহ্যবাহী বিলদহর হাট ও বাজার । এখানকার তরকারি বাজারের হাট সেডটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে । মে কোন মুহূর্তে ভেঙ্গে পরতে পারে এর ে ছাদ । এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

স্থানীয়রা জানায়, সেডটি দীর্ঘদিন থেকে
ঝূকিপূর্ণ অবস্থায় আছে, মাঝে মাঝে ভেঙ্গে পড়ে। বিলদহর বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ ক্রয়- বিক্রয় করতে আসছে। প্রতিদিন শত শত শিক্ষার্থীরা যাতায়াত করে। অথচ ঝুঁকিপূর্ণ হাট/বাজার তরকারি সেটটি সংস্কারে কারো নজর নাই।

এ বিষয়ে হাট ইজারাদার মমিন মন্ডল জানান, হাটটি সংস্কারে আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছি। তবে এখন পর্যন্ত কোনো আশার মুখ দেখতে পারিনি।

চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা জানান, সেটটি দ্রুত সংস্কার জরুরী। এ বিষয়ে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ বিষয়ে স্থানীয় এমপি ও গর্ভবতী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ সেনাবাহিনীর
পরবর্তী নিবন্ধনাটোর বাসীর স্বপ্ন পূরণ, ১ সেপ্টেম্বর থেকে নাটোরে থামছে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে