সিংড়ায় দক্ষিণ কোরিয়া প্রবাসীদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

0
435

সিংড়ায় দক্ষিণ কোরিয়া প্রবাসীদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

রাজু আহমেদ, নাটোর কন্ঠ:
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী (সিংড়া উপজেলাস্থ) নাগরিকদের আর্থিক সহায়তায় সিংড়া পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৬০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সিংড়া গোলই আফরোজ কলেজ চত্বরে ত্রান সামগ্রী বিতরন করা হয়।

কোরিয়া প্রবাসীদের মাধ্যমে এই ফান্ড সংগ্রহের উদ্যোক্তা নূর আমিন বলেন, সম্প্রতি বন্যায় আমাদের সিংড়া উপজেলার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আমরা আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে সীমিত পরিসরে হলেও কিছু বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি৷ পাশাপাশি আমরা সকল প্রবাসী বাংলাদেশীদের অনুরোধ জানাই যেন সকলেই নিজ নিজ এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দেন৷

ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়নে মূল সমন্বয়ক এর ভূমিকা পালন করেন সিংড়া উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক রওনক হাসান হারুন৷

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিয়াশ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুল ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জুবায়ের আহমেদ জয়, অন্তর পারভেজ প্রমুখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে নতুন ট্রেন ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’, ভ্রমণ পিপাসুদের সহজ হবে দার্জিলিং ভ্রমণ
পরবর্তী নিবন্ধদীপ্ত কৃষি ১০০০তম পর্বে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে