সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধু ইতিকে হত্যার অভিযোগ

0
920
Kill

রাজু আহমেদ, সিংড়া, নাটোরকন্ঠ: নাটোরের সিংড়ায় যৌতুকের জন্য বলি হলো গৃহবধু ইতির। বিয়ের ১০ মাসের ব্যবধানে প্রান গেলো তাঁর । গত ৯ মে জোড়পূর্বক বিষপান করে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। ইতি নাটোরের সিংড়া ইটালী গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। নিহতের বাবা আব্দুল কুদ্দুস জানান, ১০ মাস আগে কলম নগরপাড়া গ্রামের রহিদুল ইসলামের সাথে বিয়ে হয় ইতির। বিয়ের সময় ১ লক্ষ টাকা যৌতুক প্রদান করা হয়। বিয়ের তিন মাস পর থেকেই বাকি ১ লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে। নিহতে বাবা আরো জানান, সাক্ষির মারফত ঘটনা শুনে ১০ মে সিংড়া হাসপাতালে যাই। ঐদিন বিকেলে ইতির মূত্যু ঘটে। পরে সিংড়া থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নাটোর প্রেরণ করে। সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দিকী জানান, সুরতহাল রিপোর্টে আত্নহত্যার আলামত থাকায় ইউডি মামলা দায়ের হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধচলনবিলে বোরো ধানের দাম ও ফলনে খুশি কৃষক
পরবর্তী নিবন্ধহত্যার নাটোক সাজিয়ে প্রেমীকের হাত ধরে উধাও, শেষ রক্ষা হলোনা গৃহবধূ মুক্তির

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে