মামুন অর রশিদ, সিংড়া,নাটোর।
গতকাল শিলা বৃষ্টিতে নাটোরের সিংড়ার রামানন্দ খাঁজুরিয়া ইউনিয়নের তালহারা, কুচাইকুড়ি, বাদোপাড়া থেলকুর-মালকুর ও ১১ নং ছাতারদিঘী ইউনিয়নে ফসলের ও বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ সকালে নাটোর ও রাজশাহীর উচ্চ পদস্থ কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়খতির পরিমান নিরুপন করেন। কৃষি বিভাগ জানায় প্রায় ৩০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ কয়েছে। আর প্রায় ২ শতাধিক বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও মানুষের সার্বিক খোঁজ খবর নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব,নাসরিন আক্তার(বানু)ও।
এসময় মানীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও প্রতিমন্ত্রী এ্যাড, জুনাইদ আহমেদ পলক, প্রতিমন্ত্রী মহোদয়ের সহায়তায় সিংড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হয়। ১২ নং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে ৩১৬ প্যাকেট চাউল ও ছাতারদিঘী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে ২০৪ প্যাকেট চাউল দেয়া হয়।
এসময় আওয়ামীলীগ নেতা ও নেএীবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম (ভোলা)উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন,উপজেলা পিইও অফিসার আলামিন হোসেন, রামানন্দ খাঁজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মুকুল হোসেন ও ছাতারদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান আলী, সহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।