সিংড়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে প্ররোচনায় আত্নহত্যার অভিযোগ, মামলা দায়ের
নাটোর কণ্ঠ :
নাটোরের সিংড়ায় স্ত্রী রুমা খাতুন (৪৫) কে হত্যার অভিযোগে বগুড়া আমলী আদালতে মামলা করেছেন নিহতের পিতা আব্দুস সোবাহান। তিনি রুমার স্বামী জুয়েল মোল্লা সহ ৪ জনকে আসামী করে মামলা করেছেন। অভিযুক্ত জুয়েল নাটোরের সিংড়া উপজেলার ছতর গ্রামের শমসের মোল্লার পুত্র।
জানা যায়, প্রায় ১৯ বছর আগে নাটেরের সিংড়া উপজেলার ছতর গ্রামে আব্দুস সোবাহানের মেয়ে রুমার সাথে একই গ্রামের শমসের মোল্লার পুত্র জুয়েল মোল্লার বিয়ে হয়। তাদের ঔরসে জন্ম নেয় একটি সন্তান। রিকন যার বর্তমান বয়স ১২ বছর। জুয়েল মোল্লা ড্রাগসে চাকুরির সুবাদে বগুড়ায় বসবাস করে আসছে। এর মধ্য সম্পর্ক গড়ে উঠে উপজেলার চৌগ্রাম গ্রামের লাকি খাতুনের সাথে। এক পর্যায় রুমা তাদের অবৈধ সম্পর্ক ধরে ফেলে এরপর থেকে নেমে আসে অত্যাচার ও নির্যাতন। ঘটনার দিন গত ১২ জানুয়ারী সকল আসামীগণের সহায়তায় রুমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
পরে তাকে আত্নহত্যার প্ররোচনা করে বিবাদীগণ। ঐদিন খবর পেয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে গিয়ে বাদী গলায় জখম অবস্থায় রুমার লাশ দেখতে পান নিহতের পিতা আব্দুস সোবাহান।
মামলার বাদী আব্দুস সোবাহান জানান, করোনার কারনে মামলা করতে দেরি হয়েছে। আসামীদের পুর্ব পরিকল্পনা মোতাবেক রুমাকে আত্নহত্যা করায়ছে। আমি মেয়ে হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত জুয়েল মোল্লার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।