সিংড়ায় ২৫ হাজার গাছের চারা, ঢেউটিন ও চেক বিতরণ

0
278
Polok

 রাজু আহমেদ, সিংড়া, নাটোরকন্ঠ: নাটোরের সিংড়ায় ঢেউটিন এবং চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য অর্থ সহায়তার চেক ও অগ্নিকাণ্ড সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে ঢেউ টিন এবং অর্থের চেক বিতরণ করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে দুইজনকে চিকিৎসা বাবদ ৫০ হাজার করে ১ লাখ টাকা প্রদান করা হয় এবং ১২ জনকে ২৪ বান্ডিল ঢেউটিন এবং ৭২ হাজার টাকা প্রদান করা হয়। পরে মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন জাতের ২৫ হাজার গাছের চারা তৃনমৃল ছাত্রলীগের মাঝে বিতরণ করা হয়। পরে “পল্লী উন্নয়নে সোনালী সোপান” শীর্ষক মুজিব বর্ষ উপলক্ষে বিআরডিবির ঋণ উৎসবে ঋণগ্রহীতাদের মাঝে অর্থ বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সেই ফিটিং শাহীনের আরো অপকর্মের তথ্য, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের
পরবর্তী নিবন্ধনাটোরে তেল-গ্যাস-খনিজ বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে