সুগন্ধি আপেল
কবি সুপ্তি জামান
বাড়ন্ত সকালের এক পশলা আলোক রশ্নি ডাইনিং টেবিলটাকে ছুঁয়ে থাকে রোজ।
যদি মিলে যায় খানিক অবসর
টেবিলের এক কোণে একটু উষ্ণতার ভাগ নিতে আমিও এসে বসি।
কোন একটি বইয়ের পাতায় ডুবে যেতে যেতে
বার বার কি এক মদির ঘ্রাণ এসে আমাকে বিলোল করে তুলল ক্ষণে ক্ষণে।
চোখ তুলে দেখি টেবিলে রাখা কয়েকটি আপেল চুঁইয়ে রঙের ধারা ছুটছে।
আপেলে দেখে দৃষ্টি আটকে গেছে কত শত বার
সকলের চোখ ফাঁকি দিয়ে চোরা চোখে দেখেছি তারে বিমুগ্ধ নয়নে।
মদির ঘ্রাণের উৎস খুঁজছি আমি চেয়ে চারধার
আমাকে বোকা বানানোর সুখে মুখ টিপে হাসল যেন আপেল বরণ আপেল কয়টি একসাথে
তাই দেখে কাছে নিয়ে আঘ্রাণ করে দেখি আপেলের বুকেও আছে মদির সুগন্দ এক অচেনা!
কোন কোন আপেলে থাকে এমন চেতনা বিহ্বল করা ঘ্রাণ হয়তো!
এত দিন ধরে পৃথিবীতে আছি
কত কত আপেল দেখেছি, আস্বাদ করেছি
সুগন্ধি আপেলের নাম শুনিনি কখনো!
অথচ কয়েকটি সুগন্ধি আপেলের মদির গন্ধ আমাকে মাতাল করে দিচ্ছে সুডৌল পূর্বাহ্নে।