“সূর্য ও জল” – আসাদজামানের কবিতা

0
273
asadjaman, natore

সূর্য ও জল
– আসাদজামান

কথা হচ্ছে জলের সাথে
কিভাবে নিজের ভেতরে ধারণ করে ছায়া।
সূর্যের আবাদে ;
নিরঙ্কুশ অন্ধকার বলে কিছু নেই।
জলেরা সাঁতার জানে ; সূর্য জানে হাঁটতে
কেউ ভেসে কেউ হেঁটে, চেয়েছে কাছে আসতে।

ঢেউয়ের কোন মূল্য নেই সূর্যের কাছে!
সূর্যের অনুপস্থিতি হাত বাড়িয়ে কেবলই অন্ধকার যাচে।

সূর্য ও জল শুধু খেলা ছল।
কথা হচ্ছে জলের সাথে
কিভাবে জলের ভেতরে ধারণ করে ছায়া।

সূর্যকে পড়তে পারে জল
এ কথা বুঝতে ফিরে যেতে হবে বিজ্ঞানে
জানতে হবে সূর্যের তাপ বিকিরণ কৌশল।

০৫.০৩.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“তোমার নামে কান্দি” -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“একাকী এক জনম”- কাজী আতীকের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে