সে পথ ধুয়ে দেই
কবি শাহিনা খাতুন
তোমার অপেক্ষায় থাকি
তোমার যাত্রাপথ খুঁজতে পথে নেমে যাই
ঠিক কত বছর ধরে খুঁজছি জানিনা
সাতশো,আটশো বা হাজার বছর হবে হয়তো
অথচ মনে হয় এইতো সেদিন।
হ্রদয়ের ঘরগুলো পরিচ্ছন্ন করছি
তোমায় বসতে দেবো বলে।
সাদা গোলাপ তোমার পছন্দের ফুল
একটা গোপন বাগান করেছি
সেখানে অসংখ্য সাদা গোলাপ ফোটে
সাদা গোলাপ দেখে আমি বুঝে নেই
গোলাপের পাপড়ির ফাঁকে তুমি ঠিক আছো।
আমি শুধু গোলাপের সাথে জারবারা মিশাই
তোমার মনোযোগ হরণের আশায়।
বুধবারের অপেক্ষা করে থাকি
ঈদের দিনের মতো মনে হয়
অপরাহ্ন এলেই তুমি আসো
বাগানের সরু পথ দিয়ে তুমি হাটো
আমি গোপন অশ্রু দিয়ে সে পথ ধুয়ে দেই।
Advertisement