স্বভাবটা পাল্টাই
প্রদীপ সরকার
শত বর্ষ পরে মহামারী আসে,
অজানা ভাইরাস মানুষ নাশে।
অতিমারী ছোবলে জীবন অচল,
তবু মানুষ স্বার্থে অনিয়মে অটল।
মহামারী ঠেকাতে সচেতনতা চাই,
বাঙালির কোন কাণ্ডজ্ঞান নাই।
মাস্ক ছাড়াই চলছে সবে বাইরে,
হাত ধোয়ার বালাই কারো নাইরে।
মাস্ক পরো হাত ধোও সুরক্ষা পাবে,
শুচি হয়ে চললে তবে কোভিড যাবে।
বোধগম্যে আনো সবে ভয় তো নাই,
এসো সবে রীতি মানি স্বভাবটা পাল্টাই।
প্র. স. ১৬০৪২০২১
Advertisement