হে কবিতা
কবি মহিউদ্দিন ফারুক
হে কবিতা,
তুমি নও প্রথম প্রেম
নও তুমি মোর শেষ প্রেম।
রোমাঞ্চিত হৃদয়কুঞ্জে,
তুমি মোর প্রেম বিলাসী।
ঝরা ফুলের বিষণ্ণতা কাটিয়ে,
আমার অন্তর্ধানের পূর্ণতা তুমি।
তুমি উদ্ধত উদারতার অঞ্জলি।
হে কবিতা,
বিষণ্ণ আহ্বানে তোমারি আনাগোনা।
নিরুদ্দেশের দেশে তুমি স্বপ্নবোনা।
চাঞ্চলিক শিহরনে ম্লান-অম্লান,
ধারাবাহিক প্রজ্বলিত দীপশিখা তুমি,
অশ্রুমতির কোলাহলের কারন তুমি,
বিনয়ের দরশনে তুমি জগদীশপ্রান।
নিমিত্ত নিমিষের উদয়ন ভাব,
প্রাণবন্ত প্রান্তের অফুরন্ত স্বভাব।
প্রেয়সী তুমি মোর উদগ্র কামনা,
কল্পলোকের রিক্ত শাখায় মনোবাসনা।
হে কবিতা,
দূর দিগ্বলয়ে তোমারি আরাধনায়,
ধরণীর উন্মাদনায় প্রকাশিত তুমি,
তুমি রও নব-জাগরণের সাধনায়।
Advertisement