‖ বোটেরপুল: অমিতকুমার বিশ্বাস ‖

0
258

নাটোরকন্ঠ :
‖ বাবার কাঁধে চেপে পার হতাম বোটেরপুল। পুলের বোটের দু-ধারে কত দোকানি পসরা সাজিয়ে বসত সে-সময়। সেখানে বসে নীরদচন্দ্র চৌধুরী বন্ধু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমুল আড্ডায় মেতেছিলেন একদিন, নীরদচন্দ্র সে-কথা লিখে গেছেন। ১৮৪৫ সালে ( আনুমানিক) বকচরার জমিদার কালী পোদ্দারের প্রধান পৃষ্ঠপোষকতায় তৈরি এই ভাসমান সেতুটি উদ্‌বোধন করেছিলেন তাঁর মা প্রতিভাময়ী দেবী। উপস্থিত ছিলেন গভর্নর জেনালের লর্ড হার্ডিঞ্জ। ২০০০ সালের সেপ্টেম্বর মাসের প্রবল বন্যায় ভেসে যায় এর লোহার বোটগুলো। মতিগঞ্জের কাছে নদীর পাড়ে মুখ থুবড়ে একটা বোট পড়ে আছে আজও। আর-একটাকে পাঁচ বছর আগে আংরাইল থেকে বিএসএফ রোড ধরে কালিয়ানির দিকে এগিয়ে যেতে ইছামতী পার হবার সময় সীমান্তরক্ষীদের জন্য তৈরি সেতুর নীচে পড়ে থাকতে দেখেছিলাম। রোজ ক্ষয়ে যাচ্ছে সেগুলো। চোরের হাতে চলে যাচ্ছে লোহাচুর হয়ে। অনেক স্মৃতি অনেক ইতিহাস সে-সবে। অবিলম্বে সেখান থেকে বোট দুটির ধ্বংসাবশেষ তুলে এনে সংরক্ষণ করা প্রয়োজন। বনগ্রামে এমন প্রচুর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জিনিসপত্র আছে, সেগুলোকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য একটা জাদুঘরের খুব প্রয়োজন এই মহকুমায়। ‖
তথ্যসূত্র:
ইতিহাসের বনগ্রাম / নির্মলকুমার মুখোপাধ্যায়
ইতিহাসের আলোকে যশোর-বনগাঁর পাঁচশো বছর/ শশধর চক্রবর্তী
‖ বোটেরপুলের আলোকচিত্রী: সমীর ভাস্কর ‖

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ২ বিঘা জমির কলাগাছ কাটলো দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধমাদ্রাসার ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে