করোনা ভয়াবহ পরিস্থিতি নাটোরে, সর্বোচ্চ আক্রান্ত আজ ৩৬ জন

0
2174
করোনা

করোনা ভয়াবহ পরিস্থিতি নাটোরে, সর্বোচ্চ আক্রান্ত আজ ৩৬ জন

নাটোর কণ্ঠ: নাটোরে এযাবৎকালে একদিনে করোনা আক্রান্ত রেকর্ড ছাড়িয়ে গেল আজ। এর আগে একদিনে সর্বোচ্চ ৩০ জন করোনা আক্রান্তের খবর মিললেও আজকে মিলেছে সবচেয়ে বেশি। আজ আক্রান্তের সংখ্যা ৩৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান। নাটোর জেলার মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৮৭ জন।

এই ঘটনায় আতঙ্কিত স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে সচেতন মহল। অথচ জনগণের মাঝে নেই সচেতনতা। প্রশাসনের বারবার সচেতন মূলক মাইকিং বিভিন্ন উদ্যোগ সব ভণ্ডুল হয়ে যেতে বসেছে। পাড়া মহল্লা ছেড়ে এবার ঘরে ঘরে করোনা হানা দিতে শুরু করেছে। তারমধ্যে সামনে আসছে কোরবানির ঈদ। এমনিতেই রাস্তাঘাটে হাটে-বাজারে কোথাও স্বাস্থ্যবিধি মারার কোন ভ্রুক্ষেপ নেই। একদিকে ভয়াবহ করোনা আতঙ্ক মহামারী, অপরদিকে বন্যা পরিস্থিতির অবনতি সবমিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে নাটোর।
এদিকে কোন উপজেলায় কতজন আক্রান্ত হয়েছে তা এখনো জানাতে পারেনি নাটোর জেলা স্বাস্থ্য বিভাগ। তবে করোনা আক্রান্তদের আজকের তথ্যের মধ্যে ফলোআপ রিপোর্ট থাকতে পারে দু’একজনের এমনটাই জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিস্তারিত করোনা আক্রান্তের সার্বিক তথ্য চিত্র নিয়ে আসছে পরবর্তী নিউজ, জানতে একটু অপেক্ষা করুন পরবর্তী নিউজ পড়ুন আসছে কিছুক্ষণ পরে….

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে আজ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধনাটোরের সাংবাদিক নবিউর রহমান পিপলু সহ নাটোর সদরের ১৯ জন সহ ৩৬ জন আক্রান্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে