নাটোরের সাংবাদিক নবিউর রহমান পিপলু সহ নাটোর সদরের ১৯ জন সহ ৩৬ জন আক্রান্ত

0
1098

নাটোরের সাংবাদিক নবিউর রহমান পিপলু সহ নাটোর সদরের ১৯ জন সহ ৩৬ জন আক্রান্ত

নাটোর কণ্ঠ: নাটোরে এযাবৎকালে একদিনে করোনা আক্রান্ত রেকর্ড ছাড়িয়ে গেল আজ। এর আগে একদিনে সর্বোচ্চ ৩০ জন করোনা আক্রান্তের খবর মিললেও আজকে মিলেছে সবচেয়ে বেশি। আজ আক্রান্তের সংখ্যা ৩৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান। নাটোর জেলার মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৮৭জন।
এরমধ্যে নাটোরের সমকাল ও একুশে টেলিভিশনের সাংবাদিক মুক্তিযোদ্ধা নবিউর রহমান পিপলু সহ নাটোর সদরে রয়েছে ১৯ জন, গুরুদাসপুরে রয়েছেন ৯ জন, বড়াইগ্রামের ছয়জন ও বাগাতিপাড়া রয়েছে দুইজন।

মুক্তিযোদ্ধা নবিউর রহমান পিপলু শুধু রনাঙ্গনের ফ্রন্ট লাইনের যোদ্ধা নন সাংবাদিকতায় তিনি ফ্রন্ট লাইনরে একজন যোদ্ধা। করোনা মহামারী মাথায় নিয়ে তিনি ছুটে বেরিয়েছেন জেলার বিভিন্ন প্রান্তে। খুঁজে বের করেছেন সংবাদের উৎস। তারপর আবার সংবাদ পরিবেশন করেছেন। আজ সেই বীর মুক্তিযোদ্ধা ও কলম সৈনিক নবীউর রহমান পিপলু করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁ বড় বোনের মৃত্যু হয়েছে কয়েকদিন আগে। তাঁর স্ত্রী ও অসুস্থ । এ অবস্থায় তিনি নিজেও অসুস্থ হয়ে পড়লেন। নবীউর রহাম পিপলুর দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামানা করেছেন ইউনাইটেড প্রেস ক্লাাবের সাংবাদিক সহ নানা শ্রেণি ও পেশার মানুষ।

ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ এক বিবৃতিতে নবীউর রহমান পিপলুর আশু রোগ মুক্তি কামনা করেন।

নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, এক সময় এক সাথে লড়াই করেছি জেএমবি , সর্বহারা এবং স্বাধীনতা বিরোধী শক্তির সাথে। ছোট খাট বিষয় নিয়ে কিছু মতবিরোধ থাকলেও আবার এক কাতারে চলেছি।আজ তিনি করোনায় আক্রান্ত। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন।

অপরদিকে নবীউর রহমান পিপলু জানান, তাঁর তেমন কোন অসুবিধা নেই। তিনি বাসায় হোম আইসলেশানে রয়েছেন ।তিনি সকলের কাছে দোয়া কমনা করেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

এই ঘটনায় আতঙ্কিত স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে সচেতন মহল। অথচ জনগণের মাঝে নেই সচেতনতা। প্রশাসনের বারবার সচেতন মূলক মাইকিং বিভিন্ন উদ্যোগ সব ভণ্ডুল হয়ে যেতে বসেছে। পাড়া মহল্লা ছেড়ে এবার ঘরে ঘরে করোনা হানা দিতে শুরু করেছে। তারমধ্যে সামনে আসছে কোরবানির ঈদ। এমনিতেই রাস্তাঘাটে হাটে-বাজারে কোথাও স্বাস্থ্যবিধি মারার কোন ভ্রুক্ষেপ নেই। একদিকে ভয়াবহ করোনা আতঙ্ক মহামারী, অপরদিকে বন্যা পরিস্থিতির অবনতি সবমিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে নাটোর।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকরোনা ভয়াবহ পরিস্থিতি নাটোরে, সর্বোচ্চ আক্রান্ত আজ ৩৬ জন
পরবর্তী নিবন্ধজেনে নিন নাটোরে আজ কে কোথায় আক্রান্ত হল, শুধুমাত্র নাটোর কণ্ঠে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে