নিরো(?)- এ সময়ের -নিউইয়র্ক প্রবাসী কবি কাজী আতীক‘এর কবিতা

0
297
Qazi Atiq

নিরো(?)- এ সময়ের

কবি কাজী আতীক

অক্ষরের বৃন্তে- শব্দ যখোন পুষ্পিত শোভন
তৈরি হয় তখোন- যেমন কবিতার দেহ
কথা ও ছন্দে বানী হয় গানের অনুপম কাণ্ড।
আবার অক্ষর যখোন শব্দ অপলাপের বাহন
তামাসা হয় জীবন মৃত্যুর মতো অতিকায় বিষয়ও
আঙ্গুল উঠে পরস্পর দোষারোপের- উত্তর দক্ষিণ
সাদা এবং কালো- রঙ বিভেদ আর বিভাজন
ধুম্রজাল থেকে সৃষ্টি হয় লকলকে আগুন,
মাতাল হাওয়া ঝড়ে- যেমন উথলে উঠে সাগর
বিশ্ব তখোন পড়ে যায় নিশ্চিহ্নের ঝুঁকিতে,
অথচ এ সময়ের নিরোদের হুশ হয় না তারপরও
যেনো তারা নির্বিকার অপেক্ষায় পৃথিবী ধ্বংসের।

(নিউ ইয়র্ক, ৯ জুন ‘২০২০)

Advertisement
উৎসQazi Atiq
পূর্ববর্তী নিবন্ধপাহাড়-নদী -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে গাঁজাসহ এক ব্যক্তি আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে