লালপুর সংবাদদাতা, নাটোর কন্ঠ: নাটোরের লালপুর উপজেলায় পদ্মানদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি এ রায় প্রদান করেন।
লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানায়, লালপুর উপজেলার ১ নং লালপুর ইউনিয়নের দিয়াড় বাহাদুরপুর এলাকায পদ্মানদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চররুপপুর গ্রামের লতিফ মালিথার ছেলে লিটন কে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালত বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি এ সময় অভিযুক্ত লিটনের কাছ থেকে আর কখনও অবৈধভাবে বালু উত্তোলন করবে না মর্মে মুচলেখা লিখিত গ্রহণ করেন। ওই