নাটোরকন্ঠ: নাটোর সদর উপজেলার শহরতলি জংলী এলাকায় সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে জংলী গ্রামের আব্দুর রহিম নামে এক দিনমজুর পরিবার। অভিযোগ করার পরও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ ভুক্তভুগীর। তারা জানায়, গত সাড়ে চার মাস ধরে চরম নিরাপত্তাহীনতায় কাটছে তাদের দিন । সন্ত্রাসী ও বখাটেরা যখন-তখন বাড়িতে এসে ইটপাটকেল দিয়ে ঢিল ছুড়ছে, কখনোবা টিউবওয়েলের ভিতর মল ঢেলে দিচ্ছে। ধারালো অস্ত্র দিয়ে বাড়ির টিনের চালা কুপিয়ে কাটছে কখনোবা ভাংচুর চালাচ্ছে বসত বাড়িতে। রহিমের পরিবারের সদস্যদের দেখামাত্র মেরে ফেলার জন্য হাসুয়া নিয়ে তাড়া করছে।
নাটোর থানার অভিযোগ সূত্রে জানা যাায়,নাটোর সদর উপজেলার জংলী গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন আলী অভিযোগ করেন প্রতিবেশি হাবিব মিয়ার সন্ত্রাসী ছেলে শামীম তাঁর বাবা রহিম সহ পরিবারের সদস্য নারী পুরুষরা বাসা থেকে বের হলেই ধারালো হাসুয়া নিয়ে ধাওয়া করছে । প্রায়দিনই বাসা লক্ষ্য করে ইট পাটকেল পাথর নিক্ষেপ করছে । কয়েকদিন আগে বাসার টিউব ওয়েলের ভিতর মানব বর্জ্য নিক্ষেপ করে । এছাড়া ৫ জুন আমার বাসায় বেড়াচালা কুপিয়ে নষ্ট করে । শামীমের বাবা মাকে জানালো তারা বলে,আমার ছেলে পাগল । এ ব্য্যাপারে সরজমিনে গেলে নাম প্রকাশে অনইচ্ছুক দুই প্রতিবেশি জানান, শামীমদের পুরো পরিবারকে তিন চার মাস ধরে অত্যাচার করছে । সুজন পাগল না । সে হচ্ছে অত্যাচারী এবং সন্ত্রাসী । এলাকার কিছু প্রভাবশালী মহলের প্রশ্রয়ে নিরীহ সুজন পরিবারের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে ।
সদর থানার ওসি জাঙ্গাঙ্গীর আলম জানান,অভিযোগের বিষয়টি আমার জানা নেই । জেনে বলতে পারবো । অভিযোগের সত্যাতা থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে ।