নাটোরকন্ঠ: প্রধানমন্ত্রীর নির্দেশে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেছেন। রবিবার সকালে পৌরসভার বনলতা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গাছের তিনটি চারা রোপণ করেন তিনি।এসময় সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস এবং ২নং ওয়ার্ড কাউন্সিলর স্নেহের ফরহাদ হোসেন,এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এসময় পৌর মেয়র জানান,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে নাটোর পৌরসভা পরিচালিত বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের তিনটি চারা রোপণ করলাম। তিনি আরো জানান, আনুপাতিক হারে দেশে বৃক্ষর সংখ্যা কমে যাওয়ায় দেশ মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। দেশেকে বাঁচাতে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে।