ঘর নেই বৃক্ষ নেই
কবি শাহিনা খাতুন
অবশেষে একদিন
বহুদিন পর
যদি জেনে যাও
মৃত্যু হলো শান্তির দেশ।
খাঁচা ছেড়ে প্রাণপাখি
একদিন চলে যাবে
পরমের দেশে
প্রিয়তমের দেশে।
হে পরম প্রিয়
প্রেমের পরখ করতে
কারাদণ্ডাদেশ দিয়ে
পাঠিয়েছিলে তুমি শেষমেশ
এই ধরাধামে।
এই ধরাধাম কামিনী কাঞ্চন
ভরা নরকের নগর আর গ্রাম
এ গ্রামে আমার কোনো
ঠিকানা নেই।
এখানের শহরে আমার কোন
ঘর নেই বৃক্ষ নেই।
Advertisement