প্রেসনোট -কবি মামুন সুলতান‘এর কবিতা

0
424
Mamun Sultan

প্রেসনোট

কবি মামুন সুলতান

এই শহরের সব সাংবাদিক প্রেসক্লাবে আসুন
মেঘের বৃষ্টিলিপির পেডে পাঠিয়েছি অনুরাগপত্র
রক্তক্ষরণের অক্ষরে এঁকেছি বিক্ষত নদীর বুক
পাথরের রঙে আঁকা হৃদয়ের লগো
দেখেই বুঝে নেবেন
এখানে হাওরের মতো ভাসে হৃদয়ের হাহাকার

আসুন বৃষ্টি নামার আগেই কেন্দ্রবিন্দুতে আসুন
ঝরার পাতার গানে শুনে যান বিষণ্ণ বেদনার সুর
না কোন প্রকার দাবি কিংবা রক্তদানের কর্মসূচি
অথবা বেওয়ারিশ লাশ দাফন কিংবা সম্পত্তি
উদ্ধার কিংবা নারীর শ্লীলতাহানির বিচার চাইবোনা
বুকের পাঁজর খুলে একটা একটা দেখাবো।

সন্ধ্যা নামার আগেই নিরাপদে বাড়ি ফিরে যাবেন
একটা জীবন দেবো অভিজাত রেস্তোরাঁর প্যাকেটে
বলিরেখায় মোড়ানো রাতজাগা চোখের সমুচা
টাকপড়া মাথার তৈরি শুকনো সন্দেশ
দুঃশ্চিন্তায় শুকানো বিলের দেশি মাছের পেটি
হাড় গিলু অস্থিমজ্জায় বানানো বিরিয়ানি
খেতে বসলেই আপনার প্লেটে আয়নার মত
ভাসতে থাকবে সম্মেলনের ছায়ালাপ।

আপনার জীবনের সেরা নিউজ পেতে হলে চলে আসুন
আজ বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাব
এক জীবন বসিয়ে দিয়েছি উত্তপ্ত উনুনে
আসলেই রেডি পাবেন আজকের ব্রেকিংনিউজ

Advertisement
উৎসMamun Sultan
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে ঋণের চাপ সইতে না পেরে খামারীর আত্নহত্যা
পরবর্তী নিবন্ধনাটোরে আজ আক্রান্ত ৩ জেলার সর্বমোট ২৫৩

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে