রূপময়- শেখ রিপন এর কবিতা

0
316
Ripon

রূপময়
শেখ রিপন

বাতাসে বাষ্পীয় জলই
আকাশে জড়ো হওয়া মেঘ
শূন্যচারী ঘাড়েচাপা বৃষ্টির দলছুট ।

বজ্রপাতে পাঁজর ভাঁঙা গর্জন
বিজলীর অগ্নিঘাতে বিচূর্ণ জলস্তর।

বাতাসের ধাঁওয়াই প্রান্তিক বিপর্যয়
নিজেস্ব সীমানা মূহুর্তেই বদলায়
পৃথিবীর বৃত্তটা পরাকৃত ইচ্ছেই আবদ্ধময়।

জন্ম যেথায় মৃত্যুর সমাধি সেথায়
মাঝখানে বেঁচে থাকা দিনগুলো
নানা বর্ণের নানা রূপময় ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় আনন্দনগর- বিলদহর গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা একমাত্র বাশেঁর সাঁকো
পরবর্তী নিবন্ধনবপ্রজন্ম বখে যাচ্ছে কেন? বিষবৃক্ষে অমৃত ফল ধরে না- নাহিদুল ইসলাম 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে