রূপময়
শেখ রিপন
বাতাসে বাষ্পীয় জলই
আকাশে জড়ো হওয়া মেঘ
শূন্যচারী ঘাড়েচাপা বৃষ্টির দলছুট ।
বজ্রপাতে পাঁজর ভাঁঙা গর্জন
বিজলীর অগ্নিঘাতে বিচূর্ণ জলস্তর।
বাতাসের ধাঁওয়াই প্রান্তিক বিপর্যয়
নিজেস্ব সীমানা মূহুর্তেই বদলায়
পৃথিবীর বৃত্তটা পরাকৃত ইচ্ছেই আবদ্ধময়।
জন্ম যেথায় মৃত্যুর সমাধি সেথায়
মাঝখানে বেঁচে থাকা দিনগুলো
নানা বর্ণের নানা রূপময় ।
Advertisement