নাটোরের সিংড়ায় মুজিব শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন উদ্বোধন

0
342
Tree

(সিংড়া প্রতিনিধি):নাটোরের সিংড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে বৃক্ষ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১১ জুলাই গোলি-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গোলি-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস।

এসময় গোলি-ই-আফরোজ সরকারি কলেজ মাঠের পাশ্বে বৃক্ষ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোলি-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস মোঃ বেলায়াত হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন সাধারন সম্পাদক মুনির হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি বনি ইসরাইল বাপ্পি,সাধারন সম্পাদক জুনাইদ হাসান জয়,স্বপন,হাকিম জয় প্রমুখ ভিপি সজিব ইসলাম জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়ন করতে সিংড়া মাটি ও মানুষের প্রিয় সন্তান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় এ বৃক্ষ রোপন কর্মসূচী চলমান থাকবে। আমরা পৌরসভা ও উপজেলার এবার স্কুল মাদ্রাসায় ও গ্রাম পর্যায়ে বৃক্ষ রোপন করবো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
পরবর্তী নিবন্ধগুরু শিষ্য কথোপকথন !!-একবার পড়ুন, জীবন হবে বিস্ময়কর সুন্দর !!!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে