নাটোরের সিংড়ায় বন্যা কবলিত এলাকায় ইউএনও এবং ইউপি চেয়ারম্যান

0
301
Raju

রাজু আহমেদ, নাটোরকন্ঠ: নাটোরের সিংড়ায় বৃষ্টিভেজা দিনেও বন্যা কবলিত এলাকায় সাহায্য নিয়ে ছুটেছেন ইউএনও এবং ইউপি চেয়ারম্যান।

রবিবার (১২ই জুলাই) দুপুরে সিংড়া উপজেলার বন্যা কবলিত এলাকা অানন্দনগর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু। এসময় তিনি ৩০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, চামারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু জানান, খবর পেয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছি, সরকারি ত্রাণ বিতরণ করেছি। বন্যা পরিস্থিতির অবনতি হলে প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য: গত কয়েকদিন প্রবল বর্ষনে নদীর পানি অব্যহত বৃদ্ধি পাওয়ায় নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। অতি বর্ষণে একলাশপুর, ভুলবাড়িয়া গ্রামে পানিতে কিছু ঘরবাড়ি ডুবে গেছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে করোনা রোগীর পাশে উপজেলা চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধকবি আলেয়া আরমিন আলো‘এর একগুচ্ছ কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে