জমিনে দেখেছি – শাহিনা খাতুন
কতকাল পরে আজ মনে হলো
প্রাণপাখীটাকে তাঁর জমিনে দেখেছি আমি
কী অপরূপ কাঞ্চন বরণ জমিন!
মতিভ্রংশ হয়ে গেছে বারবার
মূর্খতার মোহে আদরিতে পারিনি সে জমিন।
বড় দেরি হয়ে গেছে
মিথ্যে ফানুস আঁকাশে উড়িয়েছি বহুকাল
ভালবেসেছি যতসব বাজে বস্তু ছাইভস্ম
কত শত নিরর্থক বাক্য ব্যয় করে
জঞ্জালের পাহাড় করেছি বড়।
আজ যদি এতকাল পরে বলি
হে আমার লক্ষ্মীসোনা ভালবাসি তোমায়
তবে কি তুমি ফিরিয়ে দেবে?
তোমার কাছে নারী পুরুষের ভেদ নেই
তোমার কাছে বয়সের ভেদ নেই
মা সন্তান প্রেয়সী এসব অথবা
পিতা পুত্র স্বামী প্রেমিক এসব
তোমার বৃক্ষ তলায় অন্ধকারে জমা রেখে দাও
শুধু তোমার মায়ায় দুচোখ ছাপানো জল
তুমি মুছে দিয়ে যাও
নাহলে চোখের জলে সমুদ্র এনে দাও।
১৩/৭/২০২০
Advertisement